জাকার্তায় হকি দল, ঘুমিয়ে ফেডারেশন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জাতীয় হকি দল এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আগামী বৃহস্পতিবার এখানে শুরু হবে এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টার দিকে পুস্কর খীসা মিমোরা টুর্নামেন্ট শহরে পৌঁছালেও তার কোনো তথ্য জানায়নি বাংলাদেশ হকি ফেডারেশন।

বাংলাদেশ হকি ফেডারেশন ঘুমিয়ে থাকলেও বাংলাদেশ দলের জাকার্তা রওনা দেওয়ার খবর ফলাও করে প্রচার করেছে এশিয়ান হকি ফেডারেশন। বাংলাদেশ দলের ঢাকা ত্যাগের খবর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ছবিসহ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘আমি তো ফেডারেশনে বলে দিয়েছি। এখনো কিছু দেয়নি? আচ্ছা খোঁজ নিচ্ছি।’

রিয়াজুল হাসানের এমন কথার পর ফেডারেশনের কর্মকর্তারা হকি দলের জাকার্তা পৌঁছানোর খবর সরবরাহ করে গণমাধ্যমে। যে কাজটি পাঁচ ঘণ্টা আগেই করে দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ এই টুর্নামেন্টে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন। এবার খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ কাজাখস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড ও স্বাগতিক ইন্দোনেশিয়া। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বাংলাদেশ কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই মাঠে নামতে যাচ্ছে শিরোপা ধরে রাখার মিশনে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, তারা প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কোনো দল পায়নি।

আরআই/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।