বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় মিরাজ, ঋতুপর্ণা ও সাগর ইসলাম

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের তালিকা ঘোষণা করেছে। সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আরচার সাগর ইসলাম।

এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা।

এই দুই বিভাগের বিজয়ীর নাম আগামী শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কার করা হবে। থাকবে অর্থ পুরস্কারও।

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব।

এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার।

পূর্নাঙ্গ মনোনয়ন তালিকা

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতু পর্ণা চাকমা (ফুটবল) ও সাগর ইসলাম (আরচারি)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতু পর্ণা চাকমা (ফুটবল), নাহিদ রানা (ক্রিকেট)।
বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ
বর্ষসেরা ফুটবলার: ঋতুপর্ণা চাকমা
বর্ষসেরা অ্যাথলেট: জহির রায়হান
বর্ষসেরা আরচার: সাগর ইসলাম
বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়
উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা দল: অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল
সক্রিয় সংস্থা: শামস্-উল-হুদা ফুটবল একাডেমী
বর্ষসেরা কোচ: মওদুদুর রহমান শুভ (হকি)
বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (ভারোত্তোলন)
তৃণমূল সংগঠক: বীরসেন চাকমা (রাঙামাটি)
সেরা সংগঠক: মো. ইমরুল হাসান (ফুটবল)
বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।