হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইর


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে একইসাথে সংগঠনটি ঘোষিত হরতাল কর্মসূচির কারণে দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়বে বলে আশংকা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই হরতালে সাধারণ নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহ সহ দৈনব্দিন কার্যক্রম ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের অর্থনৈতিক ও বানিজ্যিক কার্যক্রম ভীষণভাবে বিঘ্নিত হবে এবং তা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকান্ডকে ক্ষতিগ্রস্ত করবে।

এতে উল্লেখ করা হয়, হরতাল কর্মসূচির কারণে জাতীয় অর্থনীতির পাশাপাশি ছাত্র ছাত্রীদের পড়াশুনা ও শিক্ষা ব্যবস্থাতেও নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে বিশ্ব ইস্তেমার প্রস্তুতির প্রাক্কালে মুসুল্লিদের ঢাকায় আগমন বিপর্যয়ের মুখে পড়বে।

এফবিসিসিআইয়ের মতে, গত ২০১৩ সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ধ্বংসাত্বক রাজনৈতিক কর্মসূচীর কারনে জাতীয় অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছিল তা সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কাটিয়ে উঠছে এবং অর্থনীতিক সকল সূচকে ২০১৪ সালে ইতিবাচক দিক পরিলক্ষিত হচ্ছে সে মুহুর্তে আবারও হরতাল কর্মসূচী অর্থনীতির অগ্রযাত্রাকে ভীষনভাবে ব্যাহত করবে। দেশের বর্তমান স্থিতিশীল অর্থনীতিকে রাজনৈতিক কর্মসূচীর নামে কোন নৈরাজ্যকর পরিস্থিতি ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এবং রাস্তায় নামতে বাধ্য হবে বলে সংগঠনটি মনে করছে।

রাজনৈতিক সমস্যাগুলো হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে কোনভাবেই সমাধান করা সম্ভব নয়। হরতালের মত ধবংসাত্মক কর্মসূচী দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে বলে জানিয়েছে এফবিসিসিআই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।