পাঁচ হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ


প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৬ মে ২০১৬

আরেকটি মাইলফলকে পৌঁছে গেলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। লিস্ট `এ` ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক অতিক্রম করে ফেললেন জাতীয় দলের এই ব্যাটসম্যান।

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেঞ্চুরি করেই এই গৌরব স্পর্শ পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন তিনি।

বিকেএসপিতে বৃহস্পতিবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১১৪ বলে ৫ চার এবং ৩ ছয় হাঁকিয়ে লিস্ট-এ ক্রিকেটে নিজের ৬ষ্ঠ সেঞ্চুরি করে ১০৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রিয়াদ।

লিস্ট-এ ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ২০৩ ম্যাচে ৬ সেঞ্চুরি এবং ২৮টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৫০৩৬ রান করেন। এর আগে মঙ্গলবার গাজী গ্রুপের বিপক্ষে ৫৫ রান করে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছিলেন তামিম ইকবাল।

ব্যাটে বলে এবারের ডিপিএল দুর্দান্ত মাহমুদুল্লাহ রিয়াদের। ৮ ম্যাচে ২ সেঞ্চুরির সাহায্যে এখনো পর্যন্ত ৫৭.৫৭ ব্যাটিং গড়ে করেছে টুর্নামেন্টের ৫ম সর্বাধিক ৪০৩ রান। একইসঙ্গে বল হাতে ৭ ইনিংস বল করে টুর্নামেন্টের ৪র্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছে।

লিস্ট-এ তে বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ রান
তামিম ইকবাল : ৬০১৭ রান
মুশফিকুর রাহিম : ৫৯০৩ রান
সাকিব আল হাসান : ৫২৭৬ রান
মাহমুদউল্লাহ রিয়াদ : ৫০৩৬ রান

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।