সাকিবকে দলে না নেওয়ায় গম্ভীরের সমালোচনা


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২৬ মে ২০১৬

জিততে থাকলে সাত খুন মাফ কিন্তু হারলেই ভুলগুলো নিয়ে শুরু হয়ে যায় কাটা ছেঁড়া। আর আইপিএলের নবম আসরে প্লে-অফ থেকে বিদায় নেওয়ার পর সেটাই হয়েছে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের ক্ষেত্রেও। যেখানে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে সাকিবকে উপেক্ষা করা নিয়ে জন্যও।

গম্ভীরের নেতৃত্বে দুইবার আইপিএল জেতা কলকাতা এবার প্লে-অফ থেকে বিদায় নিয়েছে, যেটাকে খুব খারাপ ফল মোটেও বলা যাবে না। তবে এরই মধ্যে ইঙ্গিত পাওয়া গেছে, নাইটদের অন্দরমহলেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে অধিনায়কের একাধিক সিদ্ধান্ত নিয়ে। যার বেশিরভাগই প্রথম একাদশ নির্বাচন এবং ব্যাটিং অর্ডার সেট করা নিয়েও। আরও চাঞ্চল্যকর হচ্ছে, সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানকে যেভাবে তিনি পরীক্ষার মধ্যে ঠেলে দিয়েছেন, তা দেখে অনেকেই বিস্মিত। যেমন সূর্যকুমার যাদব তিন নম্বরে নেমে সফল হওয়ার পরে তার ব্যাটিং অর্ডার পাল্টে গেল। কোথা থেকে হঠাৎ ক্রিস লিনকে খেলিয়ে দেওয়া হল কয়েকটি ম্যাচে। কলিন মুনরো রান পাচ্ছেন না দেখেও তাকে তিন নম্বরে নামানো হলো।

কথা উঠেছে, সাকিব-আল-হাসানকে উপেক্ষা করা নিয়েও। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আগের ম্যাচেই সাকিব দলে থাকার পরেও জেসন হোল্ডারকে আগে ব্যাট করতে পাঠানো হয়। যা নিয়ে রীতিমতো কথাবার্তা চলছে নাইট শিবিরে। প্রশ্ন উঠেছে, সাকিব ব্যাট হাতে ম্যাচ জিতিয়েছেন। দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। কিন্তু তিনি রান পেয়েছেন দেখে তাকে আত্মবিশ্বাস দেওয়ার বদলে আরও নীচে ঠেলে দেওয়া হল কেন? আর দিল্লিতে প্লে-অফে বিস্ময়করভাবে সাকিবকে বসিয়ে দেওয়া হল। অথচ, অনেকেই চেয়েছিলেন হোল্ডার নন, সাকিবকে খেলানো হোক।

একইসঙ্গে প্রশ্ন উঠেছে যে ক্রিকেটার পাঁচ বছর আন্তর্জাতিক মঞ্চের বাইরে, তার পক্ষে আইপিএলের তীব্র সংঘাতপূর্ণ লড়াইয়ের সঙ্গে মানানো কি সম্ভব? এবারই অনেক ক্ষেত্রে দেখা গেছে, বলের চেয়ে রান বেশি সমীকরণ রাখতে গিয়ে গম্ভীর সমস্যা পড়েছেন। সামনের বছর কি আর পারবেন? দুঃখের হচ্ছে, নিজের শহর দিল্লিতেই প্রশ্নগুলো উঠল।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।