এখন কেমন আছেন তামিম ইকবাল?

কেমন আছেন তামিম ইকবাল? রাতের সর্বশেষ আপডেট কী? শরীরের কি আর কোনো অবনতি হয়নি তো? ৪৮ ঘণ্টা কিন্তু একটু ‘ক্রিটিক্যাল’ সময়। তাই চিন্তাটা বেশি। রাত গড়াতেই তামিম ভক্ত, সুহৃদ ও শুভানুধ্যায়ীদের চিন্তা, উদ্বেগ-উৎকণ্ঠাও বাড়ছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে খোঁজ নিয়ে জানা গেল, তামিম ইকবালের অবস্থা অপরিবর্তিত আছে। তিনি তখনো ঘুমাচ্ছিলেন।
তামিমের বন্ধু, সাংবাদিক মিনহাজউদ্দীন খান জাগো নিউজকে মুঠোফোনে জানান, তামিম ইকবালের পুরো পরিবার-মা, স্ত্রী ও ভাই নাফিস ইকবাল এখনো সাভারের কেপিজে হাসপাতালেই অবস্থান করছেন।
আরও পড়ুন: আল্লাহর রহমতে তামিমের কন্ডিশনটা অনুকূলে আছে: হাসপাতাল কর্তৃপক্ষ
মিনহাজ আরও জানিয়েছেন, আজ সোমবার রাতে তামিম ইকবালের পরিবার-পরিজন, বিশেষ করে মা, স্ত্রী আয়েশা ও বড় ভাই নাফিস ইকবাল তার কাছাকাছি থাকবেন।
সবার যদি রাতে কেপিজে হাসপাতালে জায়গা না হয়, সেক্ষেত্রে বিকেএসপিতে থাকারও ব্যবস্থা করা হয়েছে। বিকেএসপি থেকে কেপিজে হাসপাতাল মিনিট বিশেকের পথ।
এআরবি/এমএমআর