মুস্তাফিজদের বিপক্ষে দলে নেই সাকিব


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৫ মে ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজের হায়দারাবাদের বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেয় নি কলকাতা নাইট রাইডার্স। টস জিতে কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারলেই বাদ; এমন সমীকরণকে সামনে রেখে সাকিবকে দলে নেয়নি কেকেআর।  

আইপিএলের এখন পর্যন্ত ব্যাট হাতে তেমন ভালো পারফর্ম করতে পারেননি সাকিব। কেবল মাত্র একটি ম্যাচে ৬৬ রান ব্যতীত বলার মত তেমন কোন ইনিংস খেলতে পারেননি। বল হাতেও ছিলেন অনুজ্জল। এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৫ উইকেট পেয়েছেন সাকিব।  

সাকিবের পরিবর্তে দলে নেয়া হয়েছে প্রোটিয়া পেসার মরনে মরকেলকে। এছাড়া ইনজুরির কারণে এই ম্যাচেও দলে নেই হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। সাকিব না থাকলেও হায়দারাবাদ দলে ঠিকই রয়েছেন মুস্তাফিজুর রহমান। সাকিবের অবর্তমানে কলকাতার ব্যাটিং কিছুটা হলেও বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তবে শেষ ম্যাচে হায়দারাবাদের বিপক্ষে জয় অনুপ্রেরণা যোগাচ্ছে কেকেআরকে।

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।