ডেভেলপমেন্ট হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপির মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২২ পিএম, ২২ মার্চ ২০২৫

বছরজুড়ে ট্রেনিংয়ের মধ্যে থাকা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মেয়েরাই যে ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন হবে, সেটা অনুমিতই ছিল। গ্রুপ পর্বের ৫ ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি বিকেএসপি। তাদের জয়ের ব্যবধান ছিল ১৫ থেকে ১৮ গোলের ব্যবধানে।

পাঁচ ম্যাচে ৮২ গোল দিয়ে হজম করেছে মাত্র একটি। সেমিফাইনালে রাজশাহীকে হারিয়েছে ৮-০ গোলে। এমন ধারাবাহিকতায় ফাইনালে ওঠা দলটির কাছে শিরোপা নির্ধারণী ম্যাচে কিশোরগঞ্জ কত গোল খায়, সেটিই ছিল দেখার। এর আগে গ্রুপ পর্বে দুই দলের দেখায় বিকেএসপির জয় ছিল ১৫-০ গোলে।

বিজ্ঞাপন

শনিবার মওলানা ভাসানি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেই কিশোরগঞ্জ গ্রুপ পর্বের চেয়ে ৭ গোল কম খেয়ে হেরেছে ৮-০ ব্যবধানে।

কিশোরগঞ্জ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল যশোরের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিশোরগঞ্জের মেয়েরা জিতেছিল ২-১ ব্যবধানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাইনালের পর বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। উপস্থিত ছিলেন স্পন্সর ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।