কোহলির চোখে সেরা ডি ভিলিয়ার্স


প্রকাশিত: ১১:৪১ এএম, ২৫ মে ২০১৬

বিরাট কোহলি নাকি এবি ডি ভিলিয়ার্স কে সেরা? এমন প্রশ্নে ক্রিকেটবোদ্ধারা হয়তো এগিয়ে রাখতে পারেন বিধ্বংসী বিরাট কোহলিকে। এক আইপিএল মৌসুমে চারটি সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন কেন তাকে সেরা বলা হয় কিন্তু এবি ডি ভিলিয়ার্সও বা পিছিয়ে থাকবেন কেন? দলের প্রয়োজনে অসাধারণ এক ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ফাইনালে তুলেছেন তিনি। নিজের শ্রেষ্ঠত্বকে জলাঞ্জলি দিয়ে এবি ডি ভিলিয়ার্সকেই সেরা ক্রিকেটার মেনে নিলেন বিরাট কোহলি।

গুজরাট লায়ন্সের বিপক্ষে আইপিএলের ১ম কোয়ালিফায়ারের এক পর্যায়ে ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ব্যাঙ্গালুরু। কিন্তু তখনও ক্রিজে ছিলেন ডি ভিলিয়ার্স। ইকবাল আবুল্লাহকে সঙ্গে নিয়ে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১০ বল হাতে থাকতেই ১৫৮ রান টপকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ডি ভিলিয়ার্স।

ম্যাচ শেষে বিরাটের সহজ সরল স্বীকারোক্তি, ‘অবিশ্বাস্য! আমি এখনো বিশ্বাস করতে পারছিনা আমি জয়ী দলের অধিনায়ক হিসেবে এখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় কে সেরা এই তর্কের অবসান আজকেই শেষ হল। পুরো বিশ্ব দেখেছে এবিই সেরা। এ ব্যপারে আর কোন প্রশ্ন থাকতে পারেনা।’

‘বড় ম্যাচে চাপের ভেতর থেকে দলকে এভাবে জেতানো সত্যিই অসাধারণ। তাকে স্যালুট জানাই। চাপের ভেতর থেকে সম্ভবত এটি তার সেরা একটি ইনিংস। ইকবাল আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে একাই লড়ে গেছে। আমি খুবই খুশি তার জন্য। সে ছাড়াও পুরো দলের এমন লড়াকু মানসিকতায় সত্যিই ভালো লাগছে।’

অথচ এক সময় মনে হয়েছিল এই দলটি প্লে-অফেই খেলতে পারবেনা। প্রথম সাত ম্যাচের মাত্র ২টি ম্যাচে জিতেছিল ব্যাঙ্গালুরু। কিন্তু পরের সাত ম্যাচে অসাধারণ ভাবে ফিরে এসে দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে ব্যাঙ্গালুরু। অবশেষে এখন তারা ফাইনালে। টুর্নামেন্টে ফর্মের তুঙ্গে থাকলেও গুজরাটের বিপক্ষে শূন্য রানে আউট হন কোহলি।

‘আমরা প্লে অফে ভালো ক্রিকেট খেলেই এসেছি। ক্রিকেটাররা সুযোগের অপেক্ষায় ছিল। আমরা ম্যাচ প্রতি পরিকল্পনা নিয়ে এগিয়েছি। গুজরাটের বিপক্ষে টপ অর্ডার ভালো করেনি। কিন্তু এবির নজরকাড়া ব্যাটিংয়ে আমরা জয় পেয়েছি।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।