বিশ্বকাপ শেষ আজমলের


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

বোলিং অ্যাকশনের এখনো কোনো ছাড়পত্র না পাওয়ায় বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের নিষিদ্ধ অফ স্পিনার সাঈদ আজমল। এর ফলে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেল তার।

আসন্ন জানুয়ারির ৭ তারিখ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান। বিশ্বকাপের প্রাথমিক তালিকায় স্থান পেয়েছিলেন ৩৭ বছর বয়সী আজমল। কিন্তু নিজের বোলিং অ্যাকশন পুনঃপরীক্ষা করার জন্য এখনো প্রস্তুত নন তিনি। যখন পুনঃপরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত মনে করবেন তখনই কেবল আইসিসির কাছে পরীক্ষা দেবেন। সে কারণে আজমল বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান। বলেন, ‘আজমল নিজেকে সরিয়ে নিয়েছে। আমরা আশায় ছিলাম পুনঃপরীক্ষায় আজমল যদি ছাড়পত্র পায় তাহলে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।