পাকিস্তানিদের আইপিএলে চান আইসিসি সভাপতি


প্রকাশিত: ১০:২৯ এএম, ২৫ মে ২০১৬

২০০৮ সালের পর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের। এটি নিয়ে নানান কথা হলেও আজও আইপিএলে উপেক্ষিত পাকিস্তানি ক্রিকেটাররা। এ বছরেই আইসিসির সভাপতি পদে বসে আবারো পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে দেখতে চাইলেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার জহির আব্বাস।

আইপিএলের নবম আসর প্রায় শেষের দিকে। আর মাত্র তিনটি ম্যাচ বাকি রয়েছে। আইপিএলের ফাইনাল দেখতে যাওয়ার জন্য ইতোমধ্যে নিমন্ত্রণ পেয়েছেন আইসিসি সভাপতি। আইপিএলে যাওয়ার আগে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে যোগদানের ব্যাপারে মিডিয়ার সাথে কথা বলার প্রাক্বালে জহির আব্বাস বলেন, ‘এটি হলে আইপিএলের গ্রহণযোগ্যতা বাড়বে এবং এই লিগের মর্যাদাটাও বৃদ্ধি পাবে।’

বিসিসিআইর নবনির্বাচিত সভাপতি অনুরাগ ঠাকুরের আমন্ত্রণেই আইপিএলের ফাইনাল দেখতে যাবেন জহির আব্বাস। ‘আমি ফাইনাল দেখতে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছি এবং দু দেশের মাঝে ক্রিকেটের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটি ফিরিয়ে আনতে এটি খুবই ভালো একটি সুযোগ আমার জন্যে।’  

২০১৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দু’দেশের মধ্যে সিরিজ আয়োজনের কথা বললেও ভারত সরকারের অনাগ্রহে সেটি বাতিল করতে হয়। জহির আব্বাস বলেন, ‘আমার মনে হয় সরকার যেভাবে দু’দেশের ক্রিকেট সিরিজকে বাঁধা দিচ্ছে সেই প্রথাটা বিলুপ্ত করা উচিত।’

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।