ফ্যাশনে কন্ট্যাক্ট লেন্স
চশমা পড়তে বিরক্ত লাগছে? অথবা সবকিছুই ম্যাচিং করে পরার অভ্যাস? তাহলে আর চোখ দুটোই বা বাদ যাবে কেন! চোখের রঙিন সাজ তো রয়েছেই। চোখের মণির রঙও ঠিক ঠিক মিলে যাবে সাজের সঙ্গে। বলছি কন্ট্যাক্ট লেন্সের কথা। শুধু চশমার বিকল্প হিসেবেই নয়, তরুণীদের সাজের ক্ষেত্রে ধীরে ধীরে অপরিহার্য হয়ে উঠছে কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার।
ন্যাচারাল কালারের কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে আপনার চেহারায় জমকালো ভাব ফুটে উঠবে। আবার প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে চাইলে পরতে পারেন হালকা নীল রঙের কন্ট্যাক্ট লেন্স। পরতে পারেন কেটস আই কন্ট্যাক্ট লেন্স। ধূসর রঙের কন্ট্যাক্ট লেন্স আপনাকে দিতে পারে আভিজাত্যের ছোঁয়া। কন্ট্যাক্ট ল্যান্সের সঙ্গে সাধারণত একটু ডার্ক আই শ্যাডো ভালো লাগে। আপনার লেন্সটি যদি হয় ন্যাচারাল কালারের তাহলে আই শ্যাডোর রঙটি আরেকটু বেশি গাঢ় করুন। আপনি যদি ধূসর রঙের কন্ট্যাক্ট লেন্স পরেন তাহলে আই শ্যাডো যেন হয় স্মোকি টাইপ বা গাঢ় কালো রঙের। তাহলে আপনার চোখের সাজ আর চোখের লেন্স দুটিই মানিয়ে যাবে।
লক্ষ্য করুন
কেনার আগে উৎপাদনের ও মেয়াদের তারিখ দেখে নিতে হবে।
কন্ট্যাক্ট লেন্সের সঙ্গে নতুন সলিউশন কিনতে হবে।
গায়ের রঙের সঙ্গে মানানসই রঙের কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করুন।
প্রতিটি কন্ট্যাক্ট লেন্সের জন্য আলাদা বক্স ব্যবহার করুন এবং অবশ্যই সেটি যেন সলিউশনপূর্ণ থাকে।
লেন্স পরে কখনওই কড়া রোদ অথবা তাপে যাবেন না, এতে করে লেন্স গলে গিয়ে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।
লেন্স পরে থাকা অবস্থায় চোখে পানি দেবেন না
ঘুমানোর আগে অবশ্যই লেন্স খুলে ঘুমাবেন।