নেপালের বিপক্ষে বিকেএসপি’র যুবাদের সিরিজ জয়


প্রকাশিত: ১১:২৪ এএম, ২৪ মে ২০১৬

এক ম্যাচ হাতে রেখেই নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেমীর অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বিকেএসপি।

মঙ্গলবার নেপালের একাডেমী টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩৯ ওভারে ৯৪ রানে অল আউট হয়ে যায় তারা। সফরকারী দলের রোশন সর্বোচ্চ ৭০ বলে ৩৩  রান করেন । অপর দিকে ৫.২ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে সফরকারী দলের ব্যাটিং লাইন আপে ধস নামান বিকেএসপি’র জিদনি।

৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষে পৌঁছে যায় বিকেএসপি। দলের জিসান ৬৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। এর আগে বিকেএসপি ৪ ম্যাচের মধ্যে ৩ টিতে জয়লাভ করে এবং ১টি বৃষ্টির করেনে পরিত্যাক্ত হয় ।

দলটির দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন আক্তার ইমাম সোহেল আনোয়ার ডিয়ার ও কোচের দায়িত্বে ছিলেন এস এম আসাদুল হক টুলটুল। পক্ষান্তরে নেপাল একডেমি দলের কোচ-কাম ম্যানেজার ছিলেন সুদীপ শরমা । আগামী ২৫ মে নিয়ম রক্ষার শেষ সীমিত ওভারের ম্যাচটি বিকেএসপি’র ২নং ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।