আগামী সাফ চ্যাম্পিয়নশিপ এক ভেন্যুতেই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১১ মার্চ ২০২৫

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। গত জানুয়ারিতে নেওয়া ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি।

নতুন সিদ্ধান্ত অনুসারে, আগের মতো এক ভেন্যুতেই হবে এ বছরের টুর্নামেন্ট। মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন কিছুদিন আগে বলেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজন কঠিনই। সেখানে বড় সমস্যা দেখা দেবে ভিসা নিয়ে।

কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবারের সভায় শেষ পর্যন্ত নতুন ওই ধারনা থেকে সরে আগের মতোই যেকোনো একটি ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেন্ট্রাল ভেন্যুতে হলেও কোথায় চ্যাম্পিয়নশিপ হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এ সভায়। সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের মতামতই ভেন্যু নির্ধারণে গুরুত্ব পাবে। সাফ থেকে জানানো হয়েছে, চ্যাম্পিয়নশিপ কোথায় হবে সেটা পরে নির্ধারণ করা হবে।

আগামী মে মাসে ভারতে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন হয়েছে। ৬ দল নিয়ে হবে এবারের প্রতিযোগিতা। বাংলাদেশ পড়েছে 'এ' গ্রুপে। প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ। 

আরআই/এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।