হলিউডে তালিকার শীর্ষে জেনিফার লরেন্স


প্রকাশিত: ০২:৪৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৪

হলিউডের সবচেয়ে লাভজনক তারকা তালিকার শীর্ষে রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। চলতি বছর হলিউড ছবিতে অসামান্য কৃতিত্বের জন্য তিনি এ খেতাবে ভূষিত হলেন। সম্প্রতি ব্যবসাসংক্রান্ত সাময়িকী ফোর্বস পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। অন্যসব তারকার চেয়ে লরেন্সের ছবিগুলো গত এক বছরে সবচেয়ে বেশি আয় করেছে।

টিএমজির খবরে জানা গেছে, ২০১৪ সালে লরেন্স অভিনীত `দ্য হাঙ্গার গেমস: মকিংজে পার্ট ওয়ান` এবং `এক্স-মেন : ডেজ অব ফিউচার পাস্ট` ছবি দুটি মুক্তি পেয়েছে। এগুলো বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এতে দারুণ উচ্ছ্বাসিত লরেন্স।

এ প্রসঙ্গে লরেন্স বলেন, শেষ ভালো যার সব ভালো তার। এ বছরের শেষে নিজেকে শীর্ষস্থানে দেখে ভীষণ ভালো লাগছে। আশা করছি নতুন বছরটাও বেশ ভালো কাটবে। সূত্রটি আরো জানিয়েছে, সবচেয়ে লাভজনক তারকার তালিকায় ২৪ বছর বয়সী লরেন্সের পরেই আছেন ৩৫ বছর বয়সী অভিনেতা ক্রিস প্রাট।

শীর্ষ দশ লাভজনক অভিনয়শিল্পীর তালিকায় আরো রয়েছেন স্কারলেট জোহানসন, মার্ক ওয়ালবার্গ, ক্রিস ইভান্স, এমা স্টোন, অ্যাঞ্জেলিনা জোলি, জেমস ম্যাকাভয়, মাইকেল ফাসবেন্ডার ও হিউ জ্যাকম্যান। বর্তমানে জেনিফার লরেন্স `দ্য হাঙ্গার গেমস : মকিংজে পার্ট টু` ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।