তামিমের নতুন রেকর্ড


প্রকাশিত: ০৫:১২ এএম, ২৪ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন রেকর্ড গড়লেন টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল। লিস্ট ‘এ’ ক্রিকেটে  প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন বর্তমানে আবাহনীর এই অধিনায়ক।

মঙ্গলবার সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পান আবাহনীর তামিম। ৫ হাজার ৯৬২ রান নিয়ে ইনিংস শুরু করা তামিমের এ মাইলফলক অতিক্রম করতে প্রয়োজন ছিল ৩৮ রান। দারুণ ছন্দে থাকা তামিম এদিন খেলেন ৫৫ রানের দারুণ এক ইনিংস। ফলে তার রান হয় ৬০১৭।

ইনিংসের ১৮তম ওভারে পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখান তামিম। তবে একই দিনে এ রেকর্ড গড়ার হাতছানি ছিল মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিমেরও। রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফিরেন মোহামেডানের অধিনায়ক।

লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

  • তামিম ইকবাল ৬০১৭ রান

  • মুশফিকুর রহিম ৫৯০৩ রান

  • সাকিব আল হাসান ৫২৭৬ রান

  • মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০ রান

  • মোহাম্মদ আশরাফুল ৪৬৭১ রান

    আরটি/এমআর/পিআর
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।