চারদিন বিরতির পর ফের মাঠে ক্রিকেটাররা


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২৩ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কোন খেলা ছিল না গত চার দিন। এমনকি অধিকাংশ ক্লাবগুলোও তাদের অনুশীলন বন্ধ রাখে। আর তাই নিজের মত করে ছুটি কাটিয়েছেন ক্রিকেটাররা। যদিও কিছু কিছু খেলোয়াড় ঐচ্ছিক অনুশীলন করেছিলেন। ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার আবার মাঠে নামছেন তারা।

যথারীতি আগামীকালও ঢাকার তিনটি মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোকাবেলা করবে গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রানরেটে শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমীর মুখোমুখি হবে গতবারের রানার আপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আর সাভার বিকেএসপি ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সুপার সিক্সে টিকে থাকার লড়াইয়ে নামবে আবাহনী লিমিটেড।

ম্যাচে নামার আগে সোমবার মিরপুরে বিসিবির একাডেমী মাঠে গা গরম করতে নামে খেলোয়াড়রা। টানা চার দিনের ছুটির পর মাঠে নামার প্রস্তুতিটা ভালোভাবেই সারেন তারা। সকালে মাঠে অনুশীলন করতে আসে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর। আর দুপুরের পর অনুশীলনে আসে মোহামেডান ও আবাহনী।

এবারের লিগে শুরু থেকেই প্রচণ্ড গরম থাকায় অনেক খেলোয়াড়ই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই চার দিনের ছুটিতে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে দারুণ সহয়তা করবে বলে মন্তব্য করেছেন প্রাইম দোলেশ্বরের নাসির হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা দেখছেন এবার অনেক গরম পড়েছে। খেলোয়াড়রা অনেক কষ্ট করছে- এ ছুটিটা দরকার ছিল, বিশ্রাম দরকার ছিল। এখন আবার খেলা শুরু হয়েছে, অনুশীলন হয়েছে। আমার মনে হয় সব দিক থেকেই ভালো হয়েছে।’

এবার শুরু থেকেই দারুণ জমে উঠেছে প্রিমিয়ার লিগ। প্রথম সাত রাউন্ড শেষে লিগের আইন অনুযায়ী শীর্ষে রয়েছে প্রাইম দোলেশ্বর। মোহামেডান ও প্রাইম দোলেশ্বর উভয়ের পয়েন্ট ১০। এ লিগে একাধিক দলের পয়েন্ট সমান হলে ওই দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে রয়েছে প্রথম দেখা হয়। সপ্তম রাউন্ডের ম্যাচে মোহামেডানকে ছয় উইকেটে হারায় দোলেশ্বর। তাই পয়েন্ট টেবিলে রান রেট বিবেচনায় শীর্ষে থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহামেডান।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।