ভিন্ন আঙ্গিকে গড়ে উঠবে জাতীয় বিশ্ববিদ্যালয় : উপাচার্য


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৪

শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয় ভিন্ন আঙ্গিকে গড়ে উঠবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ। শসিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নের একক আলোচ্যসূচী নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের বিশেষ অধিবেশনে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে যে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়িত হলে এ প্রতিষ্ঠানটিকে ঘিরে সময় সময় যে ভিন্নধর্মী চিন্তা-ভাবনার উদ্রেক ঘটে, এর আর অবকাশ থাকবে না। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে কোন সেশনজট থাকবে না এবং ক্রাশ প্রোগামের ফলে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের পর জাতীয় বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ সেশনজট মুক্ত।

ড. হারুন-অর-রশিদ বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে ৬টি বিভাগীয় শহরে নিজস্ব জমিতে স্থায়ী আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ভূমি চিহ্নিতকরণ ও মূল্য প্রাক্কলনপূর্বক ডিপিপি প্রস্তুত করে ইউজিসির মাধ্যমে সরকারের নিকট ইতোমধ্যে জমা দেয়া হয়েছে। নতুন শিক্ষার্থীদেরকে একাডেমিক ক্যালেন্ডার দেয়া হয়েছে এবং বিদ্যমান সেশনজট নিরসনের জন্য শ্রীঘ্রই ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, আমরা এ প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়ে তোলার পাশাপাশি স্নাতক (সম্মান) শ্রেণিতে বর্তমান এমসিকিউ ভর্তি পরীক্ষা পদ্ধতি মেধা যাচাইয়ের ক্ষেত্রে তদ্রুপ কার্যকর প্রমাণিত না হওয়ায় এর পরিবর্তে পাবলিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির বিষয়টি জোরালোভাবে বিবেচনা করছি।

অধিবেশনে সদস্যদের মধ্যে বক্তৃতা করেন- উপাধ্যক্ষ আব্দুস শহিদ এম.পি, অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, শামসুজ্জামান খান ,সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক এম.এ মান্নান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।