ইতিহাস গড়লেন দুই নারী আম্পায়ার


প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৩ মে ২০১৬

ক্রিকেটে নারী আম্পায়ারদের আগমন বেশিদিন হয়নি। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে নারীদের ম্যাচগুলোতে নারী আম্পায়ার ম্যাচের দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু পুরুষদের ম্যাচে নারী আম্পায়ারদের ম্যাচ পরিচালনার ঘটনা এর আগে ঘটেনি। এমনই এক বিরল ঘটনার জন্ম দিল আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনের ওমান বনাম নাইজেরিয়ার মধ্যকার ম্যাচটি। প্রথমবারের মত পুরুষদের এই ম্যাচে দুই নারী আম্পায়ার ম্যাচ পরিচলনা করেন।

ইংল্যান্ডের শুয়ে রেডফার্ন  এবং ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামসন রবিবার ম্যাচ পরিচালনা নিজেদের রেকর্ড বুকে নাম লেখান। নাইজেরিয়ার বিপক্ষে ওমান ১৮১ রানের বিশাল জয় পায়। এই দুজন নারী আম্পায়ার এর আগে থাইল্যান্ডে হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতেও ম্যাচ পরিচালনা করেন। আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচেও উজ্জ্বল ছিলেন তারা।  

৩৮ বছর বয়সী রেডফার্ন ইংল্যান্ড নারী জাতীয় দলের হয়েও ক্রিকেট খেলেছেন। অন্যদিকে ৪০ বছর বয়সী উইলিয়ামস কয়েকদিন আগেই প্রথম নারী আম্পায়ার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভারের ম্যাচে আম্পায়ারিং করেন। ২০১৪ সালে মালয়েশিয়ায় হওয়া তৃতীয় এবং চতুর্থ ডিভিশনের ম্যাচগুলোতে প্রথম নারী ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যাথি ক্রস।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।