‘মুস্তাফিজ মেন্ডিস নয়, মালিঙ্গা’


প্রকাশিত: ০৮:১০ এএম, ২২ মে ২০১৬

মাত্র এক বছরের ক্যারিয়ার। ক্ষুদ্র এই সময়টুকুতেই নিজেকে বিশ্বের অন্যতম সেরা বোলারে রূপান্তরিত করেছেন মুস্তাফিজ। বাংলাদেশের জার্সি গায়ে বিশ্ব কাপানোর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) চলছে তার জয় যাত্রা। আইপিএলের পরেই তার কথা রয়েছে ইংলিশ কাউন্টি লিগে খেলতে যাওয়ার। সাসেক্সের হয়ে খেলতে পারলে মুস্তাফিজ নিজেকে আরো উন্নত করতে পারবে বলে অভিমত প্রকাশ করেছেন সাবেক অসি পেসার ডার্ক ন্যানেস।

ইএসপিএন ক্রিকইনফোতে দেয়া সাক্ষাৎকারে ন্যানেস বলেন, ‘ইংল্যান্ডে খেলতে পারলে সেখান থেকে অনেক সুবিধা পাওয়া যায়। এটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা। ভিন্ন দল, ভিন্ন আবহাওয়া, ভিন্ন রকমের ব্যাটিং। এটি তার জন্য ব্যতিক্রমধর্মী একটি চ্যালেঞ্জ।’

মুস্তাফিজের উপর চাপ থাকবে দলকে ভালো কিছু এনে দেয়ার। কিন্তু সেখানেও মুস্তাফিজ সফল হবে বলে মনে করেন ন্যানেস। ‘দেশের বাইরের ক্রিকেটার হওয়াতে তার উপর অনেক কিছু নির্ভর করবে দলের। চাপকে ঠিকমত আয়ত্তে আনা শিখতে হবে তাকে। সে জন্য তার উপর চাপ থাকবে। আমার মনে হয়, এটা তার জন্য ভালো একটি অভিজ্ঞতা হবে এবং ক্রিকেট তার এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু পাবে।’

আইপিএলের মত জায়গায় বিশ্বসেরা ব্যাটসম্যানরা মুস্তাফিজের বল বুঝতে হিমসিম খান। তার কাটার রহস্য ভেদ করতে পারেনি কেউ। সাসেক্সের হয়ে খেলতে গেলে সেখানেও ব্যাটসম্যানদের জন্য আতঙ্কে রুপ নিবেন মুস্তাফিজ।

ন্যানেস বলেন, ‘সে যেভাবে স্লোয়ার ছাড়ে এবং হাতের স্থান পরিবর্তন না করে পেসকে বশে আনে সেটি আসলেই বিরল প্রতিভা। আপনি কখনোই তাকে অজন্তা মেন্ডিসের সাথে তুলনা করতে পারেননা। মুস্তাফিজ একজন মিডিয়াম পেস বোলার। যে একই সাথে পেস এবং স্পিন দুটোই করতে পারে। সে অনেকটা মালিঙ্গার মত। মানুষ তার বোলিং বুঝতে নানা রকম প্রযুক্তির সাহায্য নিচ্ছে কারণ সে দক্ষ বোলার। সে মেধা খাটিয়ে যেভাবে বল করে তাতে করে সে ইতোমধ্যেই সেরা বোলারদের একজন হয়ে গেছে।’

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।