এফএ কাপের শিরোপা জিতলো ম্যানইউ


প্রকাশিত: ০৩:২২ এএম, ২২ মে ২০১৬

দুই যুগেরও বেশি সময় পর পাওয়া প্রতিশোধের সুযোগটি কাজে লাগাতে পারলো না ক্রিস্টাল প্যালেস। এগিয়ে গিয়েও শনিবার রাতে ২-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে দলটি। আর এ জয়ে এফএ কাপের দ্বাদশ শিরোপা জয়ের উৎসবে মাতল ম্যানইউ।

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে সতের মিনিটে কনর উইকহ্যাম ইউনাইটেডের জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি হয়নি। এর চার মিনিট পর হুয়ান মাতার শট এক হাত দিয়ে দারুণ দক্ষতায় আটকে প্রতিপক্ষকে উৎসব করতে দেননি ক্রিস্টালের গোলরক্ষক। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ম্যাচের ৫২তম মিনিটে মার্কাস রাসফোর্ডের বাড়ানো বলে ফেলাইনির শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশায় ডুবে ম্যানইউ সমর্থকরা। এর নয় মিনিট পর অন্তনি মার্সিয়ালের হেডও পোস্টে লেগে ফিরে আসলে হতাশা আরও বেড়ে যায়।

স্রোতের বিপরিতে খেলার ৭৮মিনিটে জ্যাসন পানচেন গোল করে ক্রিস্টালকে লিড এনে দেন। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি ক্রিস্টাল। ম্যাচের ৮২ মিনিটে ফেলাইনির বাড়ানো বলে গোলে করে দলকে সমতায় ফেরান স্পেন ফরোয়ার্ড মাতা। নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ে ১১০ মিনিটে ভালেন্সিয়ার ক্রস থেকে দারুণ ভলিতে স্কোরলাইন ২-১ করে নেয় জেসি লিংগার্ড। বাকি সময় আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।   

আর এই জয়ে আর্সেনালের পাশে বসার পাশাপাশি চলতি মৌসুমে শিরোপাহীন থাকার অপবাদ অন্তত নিতে হলো না ইউনাইটেডকে। দলটির কোচ লুইস ফন খালও পেলেন ইংল্যান্ডের সফলতম দলটির হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।