জয়ের জন্য দিল্লির লক্ষ্য ১৫৯


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২০ মে ২০১৬

প্লে অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে হায়দারাবাদের বিপক্ষে জয়ের বিকল্প নেই দিল্লির। আর জিততে হলে ডুমিনি-জহির খানদের করতে হবে ১৫৯ রান।

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা এনে দেন দলের অধিনায়ক ওয়ার্নার। দলীয় ৬ ওভারে তুলে নেন ৪৬ রান। তবে এরপরই ঘটে ছন্দপতন। ২০ রানের মধ্যে ধাওয়ান (১০), হুদা (১), যুবরাজ (১০) ফিরে গেলে চাপে পড়ে হায়দারাবাদ।

তবে এরপর হেনরিকসকে সাথে নিয়ে জুটি গড়ে তোলেন ওয়ার্নার। তুলে নেন আইপিএলের চলতি মৌসুমে নিজের সপ্তম অর্ধশত। ব্যক্তিগত ৭৩ রানে ওয়ার্নার আর হেনরিকসকে ১৮ রানে বিদায় করে খেলায় ফেরার ইঙ্গিত দেয় দিল্লি। তবে শেষ দিকে মরগান ১৮ আর ওঝা ১৬ রান করলে ১৫৮ রানের সংগ্রহ পায় ওয়ার্নারের দল। দিল্লির পক্ষে ব্রেথওয়েট ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

এমআর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।