সাবিনাদের বাদ দিয়েই ৩৭ নারী ফুটবলারের সাথে চুক্তি সম্পন্ন বাফুফের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৩৭ জন নারী ফুটবলারের সাথে চুক্তি সম্পন্ন করেছে। সোমবার দিনভর নাটকের পর বাফুফে নারী ফুটবলারদের সাথে চুক্তি স্বাক্ষর করে। চুক্তি সম্পন্ন হওয়া এই ৩৭ ফুটবলারের মধ্যে নেই বিদ্রোহী ১৮ ফুটবলারের একজনও।

বাফুফে ভবনের চতুর্থ তলায় থাকা মেয়েদের ক্যাম্প থেকে একজন একজন করে ডেকে দ্বিতীয় তলার সভা কক্ষে এনে চুক্তিপত্রে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে এক নারী ফুটবলার।

বিজ্ঞাপন

বাফুফে থেকে আগের দিন জানানো হয়েছিল, ৩৫ জনের সাথে চুক্তি করবে তারা এবং অনুশীলনে না ফিরলে বিবেচনায় আসবেন না বিদ্রোহী ১৮ জনের কেউ। চুক্তি সম্পন্ন করা হয়েছে ৩৭ ফুটবলারের সাথে। তাদের মধ্যে গত সাফ চ্যাম্পিয়নশিপের দলের আছেন ৭ জন।

৬ ক্যাটাগরিতে নারী ফুটবলারদের সাথে চুক্তি করেছে বাফুফে। ‌এই ৬ ক্যাটাগরির ফুটবলারদের যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। চুক্তি কার্যকর হবে ক্যাম্প যোগ দেওয়ার দিন ১৫ জানুয়ারি ২০২৫ থেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিদ্রোহী ১৮ ফুটবলার বাফুফে ভবনেই আছেন। তাদের সামনে দিয়েই জুনিয়ররা চুক্তির কাগজপত্র নিয়ে যার যার কক্ষে ফিরেছেন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।