নারী ফুটবলে সংকট

এনএসসির নির্দেশের পরই তদন্ত কমিটি গঠন করলো বাফুফে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০২ এএম, ৩১ জানুয়ারি ২০২৫

কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্বে সৃষ্ট পরিস্থিতির পর বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

সভাপতি তাবিথ আউয়ালকে দেওয়া ওই চিঠির পর রাতেই বাফুফের জরুরি কমিটির সভা হয় ভার্চুয়ালি। বাফুফে সভাপতি লন্ডন থেকে এ সভায় যোগ দেন।

জরুরি কমিটির সভায় নারী ফুটবলের উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম। সদস্যরা হলেন-বাফুফের দুই নির্বাহী সদস্য ছাইদ হাছান কানন ও সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা এবং সরকারি দুই কর্মকর্তা হুমায়ন খালিদ ও আতিকুর রহমান।

৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

বিজ্ঞাপন

আরআই/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।