কোচ-নারী ফুটবলারদের দ্বন্দ্ব খতিয়ে দেখতে বাফুফেকে নির্দেশ এনএসসির

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

ইংল্যান্ড কোচ পিটার বাটলার ও নারী ফুটবলারদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে বাফুফের এক সদস্যের হুঙ্কার দেওয়ার বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদের নজরে এসেছে। কেন এমন হলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাফুফেকে চিঠি দিয়েছে দেশের ক্রীড়ার এই অভিভাবক সংস্থাটি।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম সাক্ষরিত বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে লেখা এক চিঠিতে বলা হয়েছে, ‘কোচ-খেলোয়াড়ের দ্বন্দ্ব নিয়ে সদস্যের হুঙ্কারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এই বিষয়টি যথাযথ পরীক্ষা করে খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

বিজ্ঞাপন

জাতীয় দলের সিনিয়র ১৮ জন খেলোয়াড় ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্ত নেওয়ার পর বুধবার বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন গণমাধ্যমকে বলেছিলেন, ‘কোচ নিয়োগের বিষয়ে খেলোয়াড়দের কোনো কথা চলবে না। তাদের এই আচরণ শৃঙ্খলাভঙ্গের সমান।’

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।