নারী ফুটবলারদের সাম্প্রতিক ঘটনায় বিরক্ত বাটলার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন কোচ পুরোনো শিষ্যদের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে এসে এমন পরিস্থিতিতে পড়বেন সেটা হয়তো ভাবেননি পিটার বাটলার। নারী ফুটবল দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন এই ইংলিশ কোচের বিরুদ্ধে।

পিটার বাটলারের অধীনে অনুশীলন করছেন না সাবিনারা, জিমেও যাচ্ছেন না। বাফুফেও কঠোর অবস্থানে। মেয়েদের এই কার্যকলাপকে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি দেখছে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে। চুক্তি, বেতন, বোনাসসহ অন্যান্য বিষয় নিয়ে বাফুফে মেয়েদের সাথে আলোচনা করতে চাইলেও কোচের বিষয়ে কোনো কথা শুনতে নারাজ তারা।

বিজ্ঞাপন

বুধবারই সেটা গণমাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন। বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরনও মেয়েদের ডেকে বিষয়টি তাদের জানিয়ে দিয়েছেন।

এমন পরিস্থিতিতে মেয়েরা কবে অনুশীলনে ফিরবেন বৃহস্পতিবার বিকেল পর্যন্তও সেটা নিশ্চিত হওয়া যায়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত বাফুফে ভবনে ছিলেন কোচ পিটার বাটলার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মধ্যাহ্নভোজের জন্য বাফুফে ভবন ত্যাগ করার সময় বাটলারের কাছে জানতে চাওয়া হয়েছিল সবশেষ পরিস্থিতি কী? এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বাংলাদেশকে সাফ শিরোপা জেতানো এই হাই প্রোফাইল কোচ। তার চোখে-মুখে ছিল বিরক্তির ছাপ। এ বিষয়ে কোনো কিছু জানতে হলে বাফুফে কর্মকর্তাদের কাছে প্রশ্ন করার কথা বলে যান তিনি।

যাওয়ার সময় ভদ্রতার খাতিরে এক গাল হাসি দিলেও শারীরিক ভাষা বলছিল এসব ভালোভাবে নিচ্ছেন না বাটলার। পরিস্থিতি এমন চলতে থাকলে তিনি দায়িত্বে থাকবেন নাকি শুরুতেই শেষ বলবেন, সেই শঙ্কাও তৈরি হয়েছে।

আরআই/এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।