‘নারীদের ফুটবল বন্ধে টিনের বেড়া ভাঙচুরকে সমর্থন করে না বাফুফে’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করার উদ্দেশ্যে টিনের বেড়া ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ ২৯ জানুয়ারি (বুধবার) বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুটবল সবার জন্য এবং নারী ফুটবলারদের খেলাধুলায় অংশগ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। নারীদের খেলাধুলায় বাধা সৃষ্টি করা ক্রীড়ার উন্নয়ন ও অগ্রগতির পরিপন্থি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশ্বাস করে, দেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নারীদের ফুটবল খেলায় যেন কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানায় বাফুফে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া নারী ও কিশোরীরা যেন ফুটবলসহ সব ধরনের খেলায় অবাধে অংশগ্রহণ করতে পারে সেজন্য স্থানীয় সামাজিক সংগঠন ও ব্যক্তিদের নারীদের ক্রীড়া চর্চায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানায় বাফুফে।

এমইউ/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।