লেস্টার সিটি ছেড়ে বাংলাদেশের হামজা এখন শেফিল্ডে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

লেস্টার সিটি ছেড়ে দ্বিতীয় স্তরের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব থেকে তাকে ধারে দলে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড।

শেফিল্ডের আগে বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন হামজা। তবে শেফিল্ডে স্থায়ী হওয়ার শর্তও রয়েছে বাংলাদেশি এই ডিফেন্ডােরের।

বিজ্ঞাপন

লেস্টারের সঙ্গে এখনো ২ বছরের চুক্তি আছে হামজার। তবে চলতি মৌসুমে লেস্টারে খেলার সুুযোগ পাচ্ছেন না তিনি। হামজাকে পরিকল্পনায় রাখছেন না কোচ রুদ ফন নিস্টেলরয়। সব ধরনের প্রতিযোগিতায় তিনি হামজাকে খেলিয়েছেন মাত্র ৬ ম্যাচ। ২০১৫ সালে চুক্তিবদ্ধ হওয়ার পর লেস্টারের জার্সিতে সব মিলিয়ে ৯১ ম্যাচ খেলেছেন হামজা।

শেফিল্ডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হামজা বলেন, ‘শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল এবং এখন আমি অবদান রাখতে প্রস্তুত। আমি দলের লিগ অবস্থান সম্পর্কে জানি এবং তাদের আরও বড় সাফল্য অর্জনে সহায়তা করতে চাই।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেফিল্ডও হামজাকে তার বাংলাদেশি ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তাকে ‘‘বাংলাদেশি ব্লেড’’ হিসেবে উল্লেখ করেছে প্রিমিয়ার লিগে খেলার জন্য মুখিয়ে থাকা দলটি। পোস্টে সংক্ষিপ্ত ভিডিওতে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করেছে ক্লাবটি।

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।