জমে গেছে ফেডারেশন কাপের 'এ' গ্রুপের লড়াই
নিজেদের শেষ গ্রুপ ম্যাচ জিতলে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ালিফাইং নিশ্চিত হতো ফর্টিস এফসির। মঙ্গলবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসি হেরে গেছে ব্রাদার্সের কাছে। আগে পাওয়া ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই ফর্টিস। বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুুলিশ এফসি। মঙ্গলবারের দুই ম্যাচের ফলাফল জমিয়ে দিয়েছে 'এ' গ্রুপের সমীকরণ। ওয়ান্ডারার্সের বিদায় নিশ্চিত হয়েছে। বাকি চার দলের যেমন আছে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা, তেমন শঙ্কা আছে বিদায়েরও।
৬ পয়েন্ট্ পাওয়া কিংস শেষ ম্যাচে ওয়ান্ডারার্সকে ও ব্রাদার্স শেষ ম্যাচে পুলিশকে হারালে দুই দল ৯ পয়েন্ট করে নিয়ে উঠে যাবে পরের রাউন্ডে। তখন কপাল পুড়বে ফর্টিস ও পুলিশের।
পুলিশ শেষ ম্যাচ জিতলে তাদের হবে ৭ পয়েন্ট। আর কিংস শেষ হেরে গেলে পরের রাউন্ডে উঠে যাবে পুলিশ আর ফর্টিস। এরই মধ্যে 'বি' গ্রুপের সমীকরণ ফয়সালা হয়ে গেছে। মোহামেডান বিদায় নিয়েছে, পরের রাউন্ডে উঠে গেছে আবাহনী ও রহমতগঞ্জ।
আরআই/আইএইচএস/