বছরের শুরুতেই এল ক্লাসিকো

সুপারকোপার ফাইনালে বার্সার সঙ্গী রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১০ জানুয়ারি ২০২৫

বছরের শুরুতেই ফুটবলভক্তদের জন্য সুখবর। স্প্যানিশ সুপারকোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ক্লাব ফুটবলের দুই পরাশক্তি দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্বব্যাপী এই দুই দলের লড়াই এল ক্লাসিকো নামেই ব্যাপক পরিচিত। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি।

গতকাল বৃহস্পতিবার সুপারকোপার সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে রিয়াল। আগের দিন বুধবার প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ ব্যবধানে হারিয়ে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছিল বার্সা।

ভক্তরা আগে থেকেই প্রার্থনা করে আসছিলেন গতকালের ম্যাচে যেন রিয়াল জিতে যায়। কেননা রিয়াল জিতলেই নতুন বছরের প্রথম বড় কোনো শিরোপা জেতার লড়াইয়ে জমজমাট ম্যাচ দেখতে পারবেন তারা। শক্তিমত্তা বিবেচনায় রিয়ালেরই জয় পাওয়ার কথা। সমর্থকদের প্রার্থনার কারণেই বোধহয় এতটা সহজ জয় পেয়েছে লস ব্লাঙ্কসরা।

এখন পর্যন্ত স্প্যানিশ সুপারকোপায় সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। আর রিয়াল নিজেদের ঘরে শিরোপা তুলেছে মোট ১৩ বার। এবার বার্সার রেকর্ড ছোঁয়ার লক্ষ্য নিয়ে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল।

গতকাল জেদ্দার কিং আব্দুল্লাহ সিটি স্পোর্টস স্টেডিয়ামে ৬৩ মিনিট পর্যন্ত রিয়ালকে গোল করতে দেয়নি মার্য়োকা। এরপর রক্ষণ টিকিয়ে রাখতে পারেনি তারা। রিয়ালের অচলাস্থা ভাঙেন জুড বেলিংহ্যাম। এতে ১-০ তে এগিয়ে যায় রিয়াল।

৯২ মিনিটে আত্মঘাতী গোল করে মায়োর্কা। মায়োর্কার স্লোভাকিয়ান ডিফেন্ডার ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন। ৩ মিনিট (৯৫ মিনিটে) রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০।

কিলিয়ান এমবাপে লক্ষ্যে কয়েকবার শট নিয়েছিলেন। তবে ফরাসি বিশ্বকাপজয়ী শট গুলো রুখে দিয়েছেন স্লোভাকিয়ান গোলরক্ষক ডমিনিক গ্রিফ।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।