বড় জয়ে ঘুরে দাঁড়ালো বসুন্ধরা কিংস

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

প্রথম ৫ রাউন্ডে দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস। মোহামেডান ও আবাহনীর কাছে হারের চেয়ে কিংসের বেশি ব্যর্থতা ছিল ব্রাদার্সের বিপক্ষে ড্র। ৫ ম্যাচে ৮ পয়েন্ট হারিয়ে মোহামেডানের চেয়ে অনেক পিছিয়ে পড়া কিংস শুক্রবার বড় জয়ে ঘুরে দাঁড়িয়েছে।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কিংস ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ এএফসিকে।

কিংস প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়েছিল। দুটি করে গোল করেছেন ব্রাজিলের জোনাথন ফার্নান্দেজ ও মিগুয়েল। অন্য দুই গোল করেছেন রাকিব হোসেন ও মজিবর রহমান জনি।

লিড নিতে বেশি সময় নেয়নি কিংস। ১০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের পাস থেকে গোল করেন জোনাথন ফার্নান্দেজ। ১৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুন করেন মজিবর রহমান জনি। ৩৮ মিনিপে ফার্নান্দেজ নিজের দ্বিতীয় গোল করলে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কিংস।

একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে কিংস ব্যবধান জয়ের ব্যবধান ৫-০ করে ৫০ মিনিটে রাকিব আর ইনজুরি সময়ে মিগুয়েলের গোলে।

৬ ম্যাচে কিংসের পয়েন্ট ১০। তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। অন্য দিকে সমান ম্যাচে পুলিশের পয়েন্ট ৬। টেবিলের সপ্তম স্থানে আছে পুলিশ এফসি।

আরআই/এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।