কোচশূন্য জাতীয় দল, শর্টলিস্টে ক্যাবরেরাসহ তিনজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

৩১ ডিসেম্বর ২০২৪ শেষ হয়ে গেছে বাফুফের সঙ্গে দুই বিদেশি কোচের চুক্তি। জাতীয় দলের প্রধান কোচ স্পেনের হ্যাভিয়ের ক্যাবরেরা ও নারী দলের প্রধান কোচ ইংল্যান্ডের পিটার বাটলারের সাথে চুক্তি শেষ হওয়ায় দু্টি জাতীয় দলই কোচশূন্য।

বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর শোনা গিয়েছিল, তারা ডিসেম্বরের মধ্যেই দুই কোচের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে। বছর কেটে গেছে। দুই কোচের ভাগ্যে কী আছে, তা এখন ধোঁয়াচ্ছন্ন।

নারী ফুটবল দলকে সাফ জেতানো পিটার বাটলারের বিষয়ে ইতিবাচক বাফুফে। একাডেমির পরিবর্তে তাকে পুরোপুরি সাবিনাদের কোচ হিসেবেই দায়িত্ব দিতে যাচ্ছে বাফুফে।

বুধবার বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, পিটার বাটলারই কোচ থাকছেন। তার অধীনেই নতুন বছরে অনুশীলন শুরু করবে নারী ফুটবলাররা। এ মাসেই ক্যাম্পে ডাকা হচ্ছে সিনিয়র ফুটবলাদের। ঠিক কবে সাবিনারা ক্যাম্পে উঠবেন, সেটা ঠিক হবে দুই-একদিনের মধ্যেই।

পুরুষ ফুটবল দলের কোচের বিষয়টি পুরোপুরি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্ত। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, জাতীয় দলের কোচ নিয়ে সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি।

দুই কোচই ছুটিতে দেশে গেছেন। ফেরাটা নির্ভর করছে চুক্তি নবায়নের ওপর। ফেব্রুয়ারিতে নারী ফুটবল দল ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ এখনো পাওয়া যায়নি। মার্চে পুরুষ জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে ভারতের বিপক্ষে। তার আগে প্রীতি ম্যাচ খেলারও সুযোগ আছে। মার্চের ২৫ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ মিতুল-রাকিবদের। মার্চ বহুদূর-এই ভাবনায়ই হয়তো পুরুষ দলের কোচের নিদ্ধান্ত নিতে ধীরে চলো নীতি গ্রহণ করেছে বাফুফে।

তবে কোচ নিয়োগের প্রক্রিয়া থেমে নেই। সর্বশেষ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে বাতিলের খাতায়ও ফেলে দেয়নি বাফুফে। একটি সূত্র বলছে, ক্যাবরেরার সঙ্গে দরকষাকষি করছে বাফুফে। সেই সাথে বিদেশি আরো দুইজন কোচের বায়োডাটা নিয়েও চুলচেড়া বিশ্লেষণ চলছে। বেতন, যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে যোগ-বিয়োগ করেই বাফুফে দ্রুত কোচের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।