বিদেশিহীন আবাহনীর আরেকটি জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

মোহামেডানের কাছে হারের ধাক্কাটা আবাহনী কাটিয়েছিল প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো বসুন্ধরা কিংসকে হারিয়ে। টানা পাঁচ মৌসুমে যা পারেনি, কিংসকে না হারাতে পারার সেই আক্ষেপ দূর করে আকাশি-নীলরা এখন দারুণ ছন্দে।

পঞ্চম রাউন্ডে আবাহনী মাঠ ছেড়েছে পূর্ণ পয়েন্ট নিয়ে। শনিবার হোমভেন্যু কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাবকে। দুই অর্ধে দুই গোল করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চতুর্থ জয় পেয়েছে সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা।

তরুণ আরমান ফয়সাল আকাশ ২৩ মিনিটে গোল করে লিড এনে দিয়েছিলেন আবাহনীকে। মানিক মোল্লার পাস থেকে গোল করেন এ মৌসুমে ফর্টিস থেকে আবাহনীতে আসা ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। কোচ মারুফুল হক দ্রুত পাওয়া গোলটিকে ধরে রাখার কৌশলের পাশাপাশি ব্যবধান বাড়াতে সাবধানী আক্রমণাত্মক ফুটবল খেলাতে থাকেন দলকে।

রক্ষণে বেশি নজর দেওয়ায় আবাহনীকে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত। সাদাকালো জার্সি ছেড়ে আকাশি-নীল শিবিরে আসা শাহরিয়ার ইমন করেন ব্যবধান দ্বিগুণ করা গোল। এই গোলের পরই আবাহনীর ডাগআউটে শুরু হয় আরেকটি জয়ের আনন্দ স্রোত।

চতুর্থ জয়ে আবাহনীর ঝুলিতে পয়েন্ট এখন ১২। সমান পয়েন্ট রহমতগঞ্জেরও। গোল গড়ে পিছিয়ে থাকায় আবাহনী টেবিলের তৃতীয় স্থানে। দুইয়ে রহমতগঞ্জ, একে মোহামেডান। আগের দিন ব্রাদার্সের কাছে পয়েন্ট হারানো কিংস ৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। তাদের ওপরে ৮ পয়েন্ট নিয়ে ব্রাদার্স।

ব্রাদার্সের কাছে হার দিয়ে লিগ শুরু করা পুলিশ দুই নবাগত ইয়ংমেন্স ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়ে পয়েন্টের খাতায় ৬ যোগ করেছিল। এরপর টানা দুই হার, মেহোমেডানের পর আবাহনীর শিকার হলো তারা। পাঁচ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে তারা।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।