ওলমোর নিবন্ধন বাতিলের আদেশ আদালতের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১১ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪

বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার দানি ওলমোর নিবন্ধন বাতিলের আদেশ দিয়েছেন স্পেনের একটি আদালত। যে কারণে চলতি মৌসুমের দ্বিতীয় ভাগে স্প্যানিশ তারকাকে দলে না পাওয়ার শঙ্কায় পড়েছে ক্লাবটি।

জার্মান বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপজিগ থেকে ৫ কোটি ৯৫ লাখ ডলারের বিনিময়ে বার্সার সঙ্গে অস্থায়ী ভিত্তিতে চুক্তিবদ্ধ হন ওলমো। যে চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। অর্থাৎ মৌসুমের মাঝপথেই অস্থায়ী চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার।

বার্সা চাইছে ওলমোর সঙ্গে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বর্ধিত করতে। দলের আরেক তারকার পাও ভিক্টরের ক্ষেত্রেও একই চাওয়া ক্লাবটির। যে কারণে আদালতের শরণাপন্ন হয় বার্সা এবং আইনি প্রক্রিয়ায় নিজেদের দাবি জানায়। এরপরই বার্সার জন্য হতাশাজনক আদেশটি জারি করেন আদালত।

শুক্রবার এক বিবৃতিতে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লা লিগা। বিবৃতিতে তারা বলেছে, ‘লা লিগা আদালতের রায়ের বিষয়ে আজ জানতে পেরেছে। ৩০ জুন ২০২৫ পর্যন্ত দানি ওলমোর অস্থায়ী নিবন্ধনের অনুরোধ প্রত্যাখ্যান করছে। অন্তর্বর্তী ব্যবস্থার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ না হওয়ায় এই রায় দেওয়া হয়েছে।’

চলতি মৌসুমের জন্য বার্সা খেলোয়াড় কেনায় কী পরিমাণ অর্থ ব্যয় করতে পারবে বার্সা, তা নির্দিষ্ট করে দিয়েছে লা লিগা। তারা বলে দিয়েছে, বার্সা ব্যয় করতে পারবে সর্বোচ্চ ৪২ কোটি ৬০ লাখ ইউরো। এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে, বার্সা কত হারে লা লিগাকে রাজস্ব দিচ্ছে তার ভিত্তিতে।

এরইমধ্যে ব্যয়ের সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেছে বার্সা। যে কারণে নতুন কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারছে না ক্লাবটি।

লা লিগার নীতি অনুসারে এই মুহূর্তে যদি বার্সা কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে চায়, তাহলে দলের অন্য ফুটবলারদের বেতন কমাতে হবে এবং ট্রান্সফার ফি বাড়াতে হবে। কিন্তু বার্সা বলছে, এমনটি করলে স্পেনের শ্রমিক আইনের লঙ্ঘন হবে। ক্লাবটির জন্য অন্য আরেকটি সুযোগ হলো, রাজস্ব প্রদানের হার বাড়ানো। সেটি করলে বার্সার জন্য ব্যয়ের সর্বোচ্চ সীমা আরও বাড়িয়ে দেবে লা লিগা।

ওলমোকে পেতে বার্সার জন্য আরও দুটি পথ খোলা দেখছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’। প্রথমটি হলো- ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ভিআইপি আসনগুলো দর্শকদের কাছে অগ্রিম বিক্রি করে দেওয়া। এতে অর্থ আয় বাড়বে। ফলে লা লিগায় বেশি পরিমাণে রাজস্ব দিয়ে ব্যয়ের সীমা বাড়িয়ে নেওয়া যাবে। অন্যটি হলো- বোর্ড সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে নিবন্ধন।

ক্রীড়া বিষয়ক স্পেনের জাতীয় দৈনিক ‘মুন্ডো ডিপোর্টিভো’ এর আগে এক প্রতিবেদনে বলেছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির মেয়াদ বাড়াতে না পারে বার্সা, তাহলে আগামী ১ জানুয়ারিতে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ওলমো।

ওলমো ও ভিক্টরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী বার্সার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। তিনি এরইমধ্যে বলে রেখেছেন, আদালতকে পাশ কাটিয়ে অন্য মাধ্যমে তিনি ফুটবলারদের চুক্তি বাড়িয়ে নেবেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী পদক্ষেপ নিয়ে কতটুকু সফল হন লাপোর্তা।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।