৪৫ বছর পর ঘরের মাঠে ফুলহ্যামের কাছে হার চেলসির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ২৭ ডিসেম্বর ২০২৪

ইনজুরি টাইমের গোলে সর্বনাশ হলো চেলসির। ৪৫ বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের কাছে হারলো স্বাগতিকরা।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজের ৯৫ মিনিটের গোলে ২-১ ব্যবধানে হেরে গেছে চেলসি।

১৯৭৯ সালের পর এটি স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের প্রথম জয় এবং দ্বিতীয় স্থানে থাকা চেলসির শিরোপা আশায় বড় ধাক্কা। দুই ম্যাচ বেশি খেলে টেবিল টপার লিভারপুলের থেকে চার পয়েন্ট পিছিয়ে গেলো চেলসি।

অথচ ম্যাচের ১৬ মিনিটের মাথায় লিড নিয়েছিল স্বাগতিকরা। কোলে পালমার দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ইসা ডিওপের পায়ের মধ্য দিয়ে নিচের কর্নারে স্লাইড করে দুর্দান্ত এক গোল করেন।

চেলসিকে মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণে। পালমারের আরও দুটি শট লক্ষ্যে ছিল, মার্ক কুকুরেলার ডাইভ দিয়ে করা হেড ফিরিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো। দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজের রকেট গতির শটও ফেরান তিনি।

কিন্তু ২০১১ সালে সবশেষ স্ট্যামফোর্ড ব্রিজে গোল করা ফুলহ্যাম শেষদিকে এসে ঝলক দেখায়। ৮২তম মিনিটে হ্যারি উইলসন সমতা ফেরান। মুনিজ ইনজুরি টাইমে ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে দলের পয়েন্ট নিশ্চিত করেন।

এই জয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ফুলহ্যাম অষ্টম স্থানে। সমান পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি সাত আর অ্যাস্টন ভিলা নয়ে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।