নেটফ্লিক্সে দেখা যাবে নারী ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪

সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্লাটফরম নেটফ্লিক্সে দেখা যাবে পরবর্তী দুটি নারী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। ২০২৭ এবং ২০৩১ সালের বিশ্বকাপ সম্প্রচারের জন্য নেটফ্লিক্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে ফিফার। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রচারের জন্য নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করা হয়।

২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। তবে, ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক কে, তা এখনও নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে, ২০৩১ সালের নারী বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।

ফিফার সম্প্রচার নীতিমালা তথা সম্প্রচারকারী কর্তৃপক্ষের সঙ্গে যে চুক্তি করা হতো, তাতে পুরুষ এবং নারী বিশ্বকাপ- সবই অন্তর্ভূক্ত থাকতো। তবে, এবার ফিফা নারী ও পুরুষ বিশ্বকাপের জন্য সম্প্রচারস্বত্ব আলাদা করে দিয়েছে। ২০২৬ সাল পর্যন্ত ফিফার সম্প্রচার পার্টনার হচ্ছে ফক্স। ২০২৬ সালে তাদের সম্প্রচার স্বত্ব শেষ হয়ে যাচ্ছে। এ কারণেই ফিফা পরে সম্প্রচারের যে সাইকেল তৈরি করতে যাচ্ছে, সেখান থেকে নারী বিশ্বকাপসহ প্রতিটি ইভেন্ট আলাদা করে নিয়েছে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, ‘স্পোর্টস মিডিয়া স্বত্ত্বের ক্ষেত্রে এটা বড় একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে। একটি বড় ব্র্যান্ড এবং ফিফার দীর্ঘ সময়ের পার্টনার হিসেবে নেটফ্লিক্স নারী ফুটবল উন্নয়নে দারুণ কমিটমেন্ট দেখিয়েছে।’

‘একইসাথে এটা শক্তিশালী একটি বার্তাও দিয়েছে নারী ফুটবল বিশ্বকাপ এবং বৈশ্বিক নারী ক্রীড়ার প্রকৃত মূল্য সম্পর্কে। ফিফা এবং নেটফ্লিক্সের এই একসঙ্গে পথ চলা নারী ফুটবল বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হবে।’

শুক্রবার এই চুক্তি সম্পর্কে ঘোষণা দেয়া হয়, যেদিন ফিফা তাদের সব ইভেন্টের জন্যই সম্প্রচার স্বত্ব সম্পর্কে কাজ করছিলো। যদিও নেটফ্লিক্সের সঙ্গে নারী ফুটবলের এই চুক্তির মূল্য সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে, এই প্রথম নারী ফুটবল বিশ্বকাপ আলাদা কোনো মূল্য পেলো, যা এর আগে চিন্তাও করা যাচ্ছিল না। সম্প্রচারকারীরা নারী ফুটবল সম্পর্কে পুরুষ ফুটবলের তুলনায় অনেকটাই ছিল অনাগ্রহী।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।