ফিফা র‌্যাংকিং

আর্জেন্টিনাই শীর্ষে, অপরিবর্তিত বাংলাদেশ এগিয়েছে ভারত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪

ফিফা র‌্যাংকিংয়ে ১৮৫ নম্বরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘোষিত র‌্যাংকিংয়ে বাংলােদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এর আগে ২৮ নভেম্বর ঘোষণা করা হয়েছিল র‌্যাংকিং। মাঝের এই সময়ে বাংলাদেশ কোনো ম্যাচও খেলেনি। তাই র‌্যাংকিংয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো প্রভাব পড়েনি।

র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা। ফিফা উইন্ডো না থাকায় অনেক দেশেরই এই সময়ে ম্যাচ খেলা হয়নি। তাই বৃহস্পতিবার ফিফা ঘোষিত র‌্যাংকিং টেবিলে বেশিরভাগ দেশেরই অবস্থান অপরিবর্তিত।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত এক ধাপ এগিয়ে এখন ১২৬ নম্বরে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে মালদ্বীপ আগের মতোই ১৬২ তম স্থানে, নেপাল ১৭৫ নম্বরে, ভুটান ১৮২ নম্বরে, পাকিস্তান ১৯৮ নম্বরে ও শ্রীলঙ্কা ২০০ নম্বরে।

এক থেকে ১০-এর মধ্যে আছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।