জার্মান কাপ

ক্যারিয়ারের শেষ বেলায় লাল কার্ড দেখলেন ন্যুয়ের, বিদায় বায়ার্নের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১১ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৪

মাথায় আকাশ ভেঙে পড়ার মতোই অবস্থা। লম্বা সময়ের ক্যারিয়ারে স্বচ্ছ ফুটবল খেলছিলেন। কিন্তু অন্তিম পর্যায়ে এসে আর স্বচ্ছতা ধরে রাখতে পারলেন না ম্যানুয়েল ন্যুয়ের। ৩৮ বছর বয়সী এই জার্মান গোলকিপার গতকাল মঙ্গলবার বায়ার্ন মিউনিখের জার্সিতে খেলতে নেমে পেশাদার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখলেন। যা একজন ক্লিন ইমেজের ফুটবলারের জন্য নিদারুণ কষ্টের।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে মোট ৮৬৬ ম্যাচ খেলেছেন ন্যুয়ের। ১৯ বছরের ক্যারিয়াের মঙ্গলবার রাতের আগে আর কখনোই লাল কার্ড দেখেন নি সর্বশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের পর জার্মান জাতীয় দল থেকে অবসর নেওয়া এই ফুটবলার।

ন্যুয়েরের লাল কার্ড দেখার ম্যাচে কপাল পুড়েছে বায়ার্নেরও। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১-০ গোলে হেরে জার্মান কাপের শেষ ষোলো থেকেই ছিটকে গেছে বায়ার্ন। ১০ জনের বিপক্ষে জয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন।

চলতি ২০২৪-২০২৫ মৌসুমে জার্মান বুন্দেসলিগা ও ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় এটি বায়ার্নের প্রথম হার।

ম্যাচের ১৭ মিনিটে ডি-বক্সের বাইরে গিয়ে লেভারকুসেনের রাইট উইঙ্গার জেরেমি ফ্রিমপংয়ের বল ঠেকাতে যান ন্যুয়ের। বল স্পর্শ না করে সরাসরি ফ্রিমপংয়ের কাঁধে আঘাত করেন বায়ার্ন গোলকিপার। এতে ন্যুয়েরকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের বাকি সময় ১০ জনের দল নিয়েই খেলতে হয়েছে বায়ার্নকে।

একজন কম নিয়ে খেলেও ৬৯ মিনিট পর্যন্ত ম্যাচ ধরে রেখেছিল বায়ার্ন। এরপর আর পারলেন না। গোল করে বসেন নাথান টেলা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী লেভারকুসেন। ১০ জনের বায়ার্নের পক্ষে আর এই গোল শোধ করা সম্ভব হয়ে ওঠেনি।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।