আরেকটি সাফের চ্যালেঞ্জ নিতে আবার এক সাথে ওরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ০২ ডিসেম্বর ২০২৪

ছেলে-মেয়ে মিলিয়ে দক্ষিণ এশিয়ায় যে কয়টি ফুটবল টুর্নামেন্ট হয় সেগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি পাঁচটিতে বর্তমান চ্যাম্পিয়ন। সাফ অনূর্ধ্ব-২০, সাফ নারী অনূর্ধ্ব-১৯, সাফ নারী অনূর্ধ্ব-১৬, সাফ অনূর্ধ্ব-২০ এর পর গত অক্টোবরে শিরোপা জিতেছে নারী সিনিয়র দলও।

দক্ষিণ এশিয়ার ফুটবলে এই প্রাধান্য ধরে রাখার মিশনে বাংলাদেশের এবারের লক্ষ্য সাফ নারী অনূর্ধ্ব-২০ এর শিরোপা নিজেদের কাছে ধরে রাখা। আগামী ফেব্রুয়ারিতে হবে এই টুর্নামেন্ট। কোন ভেন্যুতে খেলা হবে তা এখনো ঠিকঠাক না হলেও বাংলাদেশ যে আয়োজক সেটা চূড়ান্ত। ওই সময়ের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ফ্লাডলাইট না বসলে অন্য কোনো ভেন্যু বেছে নিতে হবে সাফকে।

কিছুদিন আগে বাফুফে ভবনের নারী ক্যাম্পের সবাইকে ছুটি দেওয়া হয়েছিল। অনূর্ধ্ব-২০ দলের জন্য বাফুফে ৩০ খেলোয়াড় ডেকেছে। যাদের বেশিরভাগ এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে দল নিয়ে অনুশীলন শুরু করবেন ইংলিশ কোচ পিটার বাটলার। ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে ১৮ জন সোমবার ক্যাম্পে যোগ দিয়েছেন। বিকেএসপির মেয়েরা একদিন বিলম্বে ক্যাম্পে যোগ দেবেন তাদের প্রতিষ্ঠানের একটি কর্মসূচি থাকার কারণে।

সর্বশেষ সিনিয়র সাফ খেলা মেয়েদের মধ্যে যারা বয়সভিত্তিক এই দলে ডাক পেয়েছেন তাদের মধ্যে আফঈদা খান্দকার, মিলি আক্তার, মুনকি আক্তার ও সাগরিকা উল্লেখযোগ্য। বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে আবার বাফুফে ভবনের এক ছাদের নিচে মেয়েরা।

যারা ক্যাম্পে ডাক পেয়েছেন

স্বর্ণা রানী মন্ডল, জুঁই আক্তার, মিলি আক্তার, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, জয়নব বিবি রিতা, রুমা আক্তার, নাদিয়া আক্তার যুতি, রিতু আক্তার, স্বপ্না রানী, রিতু আক্তার, অর্পিতা বিশ্বাস, মরিয়ম বিনতে হান্না, অয়ন্ত বালা, ওয়েশি খাতুন, নুসরাত জান্নাত মিতু, কানন রানী বাহাদুর, মুনকি আক্তার, সাগরিকা, তৃষ্ণা রানী, উমহেলা মারমা, পূজা দাস, মেরি আইরিশ, বন্যা খাতুন, প্রতিমা মুন্দা, সুরভী আকন্দ প্রীতি, কানন আক্তার, শান্তি মারদি, সুমা ও মুন্নি।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।