ফেডারেশন কাপ শুরুর আগেও মাঠ বিতর্ক
মাঠ বিতর্ক নিয়েই গত ২৯ নভেম্বর শুরু হয়েছে ২০২৪-২৫ ফুটবল মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার। বিতর্ক পিছু ছাড়ছেই না। মঙ্গলবার মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ। সেখানেও মাঠ বিতর্ক।
খেলা শুরুর আগের দিন ম্যাচের ভেন্যু বদলের গুঞ্জন ওঠে। খেলার মাঠ উপযুক্ত নয় বলে কুমিল্লার খেলা ময়মনসিংহে এবং ময়মনসিংহের খেলা কিংস অ্যারেনায় আয়োজনের উদ্যোগ নিয়েছিল বাফুফে। তবে সব ক্লাবকে রাজি করতে না পারায় ঘোষিত ভেন্যুতেই হবে ফেডারেশন কাপ ফুটবলের প্রথম দুই ম্যাচ।
ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের ম্যাচ ব্রাদার্সের বিপক্ষে এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে পুলিশের প্রতিপক্ষ ফর্টিস এফসি।
বাফুফে চেয়েছিল কিংস ও ব্রাদার্সের ম্যাচ ময়মনসিংহে নিতে এবং পুলিশ-ফর্টিসের ম্যাচে কিংস অ্যারেনায় নিতে। কারণ হিসেবে কুমিল্লার ভেন্যু খেলার অনুপোযোগী হিসেবে উল্লেখ করেছে বাফুফে।
একটি সূত্রমতে প্রথম দিনের দুই ম্যাচের চার দলের মধ্যে ব্রাদার্স ছাড়া বাকিদের ভেন্যু বদলে কোনো আপত্তি ছিল না। ব্রাদার্স বেঁকে বসায় বাফুফেকে ফিকশ্চারের উল্লেখিত মাঠেই আয়োজন করতে হচ্ছে প্রথম দিনের খেলা।
এই মৌসুমের ভেন্যু বিতর্ক শুরু হয় নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপেই। বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংস ও মোহামেডান ম্যাচের ৬২ মিনিটে গ্যালরি থেকে মাঠে নিক্ষেপ করা হয়েছিল স্মোক ফ্লেয়ার। ঝাঁঝালো ধোঁয়ায় খেলা বন্ধ ছিল ১৫ মিনিটের বেশি। ১-০ তে লিডে থাকা মোহামেডান ম্যাচ হেরেছিল ৩-১ ব্যবধানে। মোহামেডান পরে অফিসিয়ালি বাফুফেকে জানিয়েছে, তারা কিংসের মাঠে কোনো ম্যাচ খেলবে না।
মাঠ প্রস্তুত ছিল না বলেই অক্টোবরের ঘরোয়া ফুটবল নভেম্বরে শুরু করেছে বাফুফে। তারপরও মাঠ খেলার উপযোগি হয়নি। লিগের প্রথম ম্যাচের পর ক্লাবগুলো মাঠ নিয়ে অভিযোগ তুলেছিল।
এবার বাফুফেই চাইছিলে মাঠ বদলাতে। ব্রাদার্সের দাবি কোনো মাঠই খেলার উপযোগি নয়। তাই কুমিল্লা থেকে ময়মনসিংহ গেলে কি লাভ হবে। তাই তারা ফিকশ্চারে উল্লেখিত মাঠেই খেলবে।
আরআই/আইএইচএস/