১০ জনকে নিয়ে অবিশ্বাস্য জয়, ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের বোতাফাগো
জয় ছিল স্বপ্নের মতো। অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কতটা পরিশ্রম করতে হয়, সেটা নতুন করে উপলব্ধি করলো ব্রাজিলের ক্লাব বোতাফাগো। লাতিন আমেরিকার সবচেয়ে মর্যাদাবান ক্লাব প্রতিযোগিতা কোপা লিবারর্তেদোরসের ফাইনাল ম্যাচে প্রায় পুরোটা সময়ই যে তাদেরকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে!
শিরোপা নির্ধারণী ম্যাচের ৩০ সেকেন্ডেই ১০ জনের দলে পরিণত হয় বোতাফাগো। শেষ পর্যন্ত লাতিন আমেরিকার ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আরেক ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেটিকো মিনেইরোর বিপক্ষে তাদের ৩-১ গোলে জয়টি ছিল অবিশ্বাস্য। এ যেন লক্ষ্যের সঙ্গে একাট্টা আর অনিশ্চিত যাত্রা শেষে পূর্ণিমার চাঁদ হাতে পাওয়ার মতোই অনুভূতি।
শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মিনেইরোকে হারিয়ে প্রথমবারের মতো কোপা লিবারর্তেদোরস শিরোপা জেতে বোতাফাগো। দুর্দান্ত জয়ে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপেও জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল সিরিআর ক্লাবটি।
ম্যাচের ৩০ সেকেন্ডে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বোতাফাগোর মিডফিল্ডার গ্রিগোর। উড়ন্ত কিক নিতে গিয়ে মিনেইরোর ফুটবলার ফাউসতো ভেরার মাথায় আঘাত করেন তিনি। সেই আঘাতে ভেরার মাথা থেকে রক্তক্ষরণ হতেও দেখা যায়।
বোতাফাগো ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগে আক্রমণের ধার বাড়ায় মিনেইরো। তবে বোতাফাগোই আগে গোল পেয়ে যায়। ৩৫ মিনিটে লুইস হেনরিকের গোলে এগিয়ে যায় ক্লাবটি।
৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বোতাফাগো। পেনাল্টি থেকে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার অ্যালেক্স তেল্লেস। বক্সের ভেতর আগুয়ান হেনরিককে ফাউল করেন মিনেইরোর গোলরক্ষক এভারসন। ফলে স্পটকিকের বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধে দুই মিনিটের মাথায় ব্যবধান কমায় মিনেইরো (২-১)। গোল করেন বদলি খেলোয়াড় এদুয়ার্দো ভার্গাস। কর্নার হেড করে বোতাফাগো জালে বল জমা করেন চিলির এই ফুটবলার।
ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে মিনেইরোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন জুনিয়র সান্তোস। এতে বোতাফাগোর জয় নিশ্চিত হয় ৩-১ ব্যবধানে।
আগামী বছর যুক্তরাষ্ট্রে হবে ফিফার ক্লাব বিশ্বকাপ। বিশ্বের অন্যান্য বড় ক্লাবগুলোর সঙ্গে থাকবে বোতাফাগো। ৩২ দলের এই টুর্নামেন্টে খেলবে লিওনেল মেসিদের ক্লাব ইন্টার মিয়ামিও। আগামী বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্টের মিয়ামিতে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে।
এমএইচ/এএসএম