চ্যাম্পিয়ন্স লিগ

১০ জনের দল নিয়ে বায়ার্নের কাছে হার পিএসজির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৭ নভেম্বর ২০২৪

প্রথমার্ধেই পিছিয়ে পড়া পিএসজি দ্বিতীয়ার্ধের শুরুতে খায় আরও বড় ধাক্কা। উসমান ডেম্বেল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ফরাসি ক্লাবটি।

আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ লড়াইয়ে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জয়সূচক গোলটি করেন কিম মিন-জে।

প্রথমার্ধে বেশিরভাগ সময় বল দখলে রাখা বায়ার্ন আক্রমণেও আধিপত্য দেখিয়েছে। ৩৮ মিনিটে তার ফল পায় জার্মান চ্যাম্পিয়নরা। কর্নার থেকে গোলমুখে উড়ে আসা বল ক্লিয়ার করতে পারেননি পিএসজি গোলরক্ষক, ফাঁকায় বল পেয়ে হেডে জালে পাঠান দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার মিন-জে।

৫৬তম মিনিটে বড় ধাক্কাটা খায় পিএসজি। আলফুঁস ডেভিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উসমান ডেম্বেলে। ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন আশরাফ হাকিমিও। ১০ জনের দল নিয়ে এরপর আর সেভাবে লড়াই করতে পারেনি পিএসজি।

পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠেছে বায়ার্ন। পিএসজি একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে ২৬ নম্বরে।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।