গোল পেলেন এমবাপে, দাপুটে জয়ে বার্সার আরও কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ এএম, ২৫ নভেম্বর ২০২৪
ছবি- সংগৃহীত

কিলিয়ান এমবাপের ফর্মই যেন গত কয়েকদিন হয়ে দাঁড়িয়েছিলো ‘টক অব দ্য ফুটবল ওয়ার্ল্ড’। ফর্মে না থাকার কারণে ফ্রান্স জাতীয় দলে পর্যন্ত রাখেননি কোচ দিদিয়ের দেশম। বাধ্য হয়ে একদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এমবাপের এই বাজে ফর্ম খুব দ্রুতই কেটে যাবে।

কোচের কথা অক্ষরে অক্ষরে যেন পালন করার চেষ্টা করলেন এমবাপে। লেগানেসের মাঠে গিয়ে এই ফরাসী তারকার গোলেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত লেগানেসের মাঠ থেকে ০-৩ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এই জয়ে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ৩৪ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে। তবে, তারা খেলেছে একটি ম্যাচ বেশি। অর্থাৎ ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট বার্সার। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৪৩তম মিনিটে গোলের সূচনা করেন কিলিয়ান এমবাপে। ৬৬তম মিনিটে আরও একবার ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। ০-২ ব্যবধানে এগিয়ে থেকে ৮৫তম মিনিটে তৃতীয় গোল করেন জুদ বেলিংহ্যাম।

আইএইচএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।