উপহার পাওয়া ফ্রিজ দিয়ে কি করবেন বাটলার ও মনিকা চাকমা?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

সাফ নারী চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিয়ে প্রত্যেককে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ওয়ালটন। ২৩ ফুটবলার ও ৯ কর্মকর্তার সবাই পাচ্ছেন ওয়ালটনের এই উপহার। এর মধ্যে ইংলিশ কোচ পিটার বাটলারতো আছেনই। বাফুফে ভবনে অনুষ্ঠান শেষে এই ইংরেজকে ফ্রিজ দিয়ে কি করবেন জানতে চাইলে মজা করেই বললেন, ‘আমি তো সৌদি এয়ার লাইনসে যাবো। সেখানে তো ৩০ কেজি পর্যন্ত সুযোগ আছে।’

দলের মাঝমাঠের চালিকাশক্তি মনিকা চাকমার বাসায় তো বিদ্যুৎই নেই। অধিনায়ক সাবিনা খাতুন অনুষ্ঠানে বলেন, ‘আমাদের খেলোয়াড়দের মধ্যে মনিকার বাড়িতে বিদ্যুৎ নেই। ওর বাড়িতে যাওয়ার জন্য অনেকটা রাস্তাও খারাপ।’ অনুষ্ঠান ত্যাগের সময় মনিকার কাছে জানতে চাওয়া হয়েছিল তাহলে ফ্রিজ দিয়ে কি করবেন। লাজুক হাসিতে মনিকা বললে- ‘দেখি কি করি!’

Sabina

অবশ্য বিকল্প রেখেছে এবার ওয়ালটন গ্রুপ। কারও ফ্রিজ প্রয়োজন না হলে মূল্যের সমপরিমাণ অর্থ নিতে পারবেন। আরও একটি সুযোগ করে দিয়েছে অনেক দিন ধরে নারী ফুটবলের সাথে থাকা প্রতিষ্ঠানটি। এবার তারা বাফুফে ভবনে এনে সবার কাছে ফ্রিজ বুঝে দেয়নি। মেয়েদের ঝামেলা কমাতে সুযোগ রেখেছে যে যার সুবিধামতো ওয়ালটনের শোরুম থেকে নির্দিষ্ট মডেলের ফ্রিজ নিতে পারবে।

সাফ জেতার পর মেয়েরা পাচ্ছে একটার পর একটা সংবর্ধনা। সরকারপ্রধান থেকে শুরু করে উপদেষ্টা এবং বিভিন্ন প্রতিষ্ঠান মেয়েদের সংবর্ধনা দিচ্ছে। সামনে অপেক্ষা করছে আরও কয়েকটি সংবর্ধনা। ধারণ করা হচ্ছে বিওএ ও সেনাবাহিনী যৌথভাবে কক্সবাজারে মেয়েদের জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেবে।

সাফ জিতে আসার পর মেয়েরা এখন সংবর্ধনা নিতেই ব্যস্ত। সে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে গিয়ে অনুষ্ঠানেও অংশ নিচ্ছে। তাদের এই ব্যস্ততার কারণেই বাফুফে ক্যাম্প চালিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন হয়ে আসার পর মেয়েরা ছুটি পাবেন না? জিজ্ঞেস করলে নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘মেয়েদের কিছু সংবর্ধনার শিডিউল থাকায় ছুটি দেওয়া হয়নি।’

সংবর্ধনা অনুষ্ঠানে ২৩ ফুটবলারের মধ্যে ২২ জন উপস্থিত ছিলেন। মাতসুসিমা সুমাইয়া টুর্নামেন্টের পরই চলে গেছেন জাপানে। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। অন্যদের মধ্যে প্রধান কোচ পিটার বাটলার, বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও ওয়ালটনের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার ডন অনুষ্ঠানে ছিলেন। মেয়েদের পক্ষে বক্তব্য রেখেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।