গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাকারিয়া পিন্টু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক পরিচালক জাকারিয়া পিন্টু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শংকরে একটি হাসপাতলে ভর্তি হয়েছেন। ভর্তির পরই চিকিৎসকরা তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ) এ স্থানান্তর করা হয়েছে।

জাকারিয়া পিন্টুর দীর্ঘদিনের সঙ্গী সাবেক তারকা হকি খেলোয়াড় ও ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা রাতে জাগো নিউজকে বলেছেন, ‘পিন্টু ভাইর অনেক পরীক্ষা-নীরিক্ষা চলছে। বিকেলে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকরা তাকে হাসপাতালে এনে ভর্তি করিয়েছেন। আমি চারটার দিকে খবর পেয়ে এখানে ছুটে আসি এবং এখনো সিসিইউ রুমের সামনে অপেক্ষা করছি।’

চিকিৎসকরা কি বলেছেন তার ব্যাপারে?‘আমার সাথে ডাক্তারদের কথা হয়নি। কথা হয়েছে এমন একজন জানালেন অবস্থা বেশি ভালো না। পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ৫-৬ দিন আগে ফোনে আমার সাথে কথা হয়েছিল পিন্টু ভাইর। তখন তিনি বলেছিলেন-শরীরটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে ডায়াবেটিস না কি হাই হয়ে গিয়েছিল।'

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।