আরও এক কোটি টাকা পুরস্কার পাচ্ছে নারী ফুটবল দল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৪

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল পুরস্কার হিসেবে পাচ্ছে আরো এক কোটি টাকা। এই পুরস্কার দেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ সেনাবাহিনী।

আজ (শনিবার) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুবিধাজনক সময়ে বিওএ ও সেনাবাহিনী যৌথভাবে কক্সবাজারে এক অনুষ্ঠান আয়োজন করে নারী ফুটবল দলের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএর নতুন সভাপতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিওএ’র বোর্ডরুমে অনুষ্ঠিত সভার শুরুতে বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে পরিচিত হন নতুন সভাপতি। তিনি প্রারম্ভিক বক্তব্যে দেশ ও জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং অলিম্পিক আন্দোলন জোরদার করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘খেলাধুলাই একমাত্র মাধ্যম যার সাহায্যে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, বন্ধুত্ব, সহিষ্ণুতা তৈরি হয়। একই সাথে খেলাধুলার মাধ্যমে সমাজের অসংগতি এবং অবক্ষয় রোধ করা সম্ভব হবে।’

নতুন সভাপতি বিওএ’র বিগত সময়ের কার্যক্রমের ওপর তার পূর্বসূরিদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, ফেডারশনসহ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয়ের মাধ্যমে বিওএ’র কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করার বিষয়ে তিনি মতামত দেন।

অ্যাথলেটদের উন্নতমানের প্রশিক্ষণের জন্য একটি অলিম্পিক ভিলেজ নির্মাণের জন্য বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন নতুন সভাপতি। যেখানে মানসম্মত আবাসন ব্যবস্থা এবং প্রশিক্ষণের জন্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে।

বাংলাদেশ গেমসের দশম আসর এবার হওয়ার কথা থাকলেও পিছিয়ে ২০২৫ সালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দিনক্ষণ ঠিক হয়নি। বাংলাদেশ যুব গেমসের তৃতীয় আসরটি ২০২৬ সালে আয়োজন করা হবে।

আগামী মাসে ঢাকায় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় একটি ম্যারাথন আয়োজিত হবে, যা পরে নিয়মিতভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে কয়েকটি শূন্য আসনের উপ-নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।