সাফ চ্যাম্পিয়ন মেয়েদের সংবর্ধনা দিলো সাউথইস্ট ব্যাংক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়া নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সাবিনা-মারিয়াদের সংবর্ধনা দিয়েছেন কর্মকর্তারা।

এ সময়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি ফাহাদ এম করিম, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কাননসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাফুফে সদস্য ছাইদ হাছান কানন জানিয়েছেন, সাউথইস্ট ব্যাংক দলের ২৩ খেলোয়াড়কে ৩ লাখ করে এবং অন্যদের (কোচ ও অফিসিয়াল) এক লাখ টাকা করে পুরস্কার দিয়েছে।

গত ৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ২-১ গোলে নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েদের।

২০২২ সালে এই নেপালেই স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফে ঘোষণা করেছে দেড় কোটি টাকা পুরস্কার। ক্রিকেট বোর্ড দিয়েছে ২০ লাখ টাকা। সে সঙ্গে যোগ হলো সাউথইস্ট ব্যাংকের ৭৮ লাখ টাকা।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।