গোল মিসের খেসারত দিয়ে মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

ফুটবল গোলের খেলা। ভালো খেলে গোল করার সুযোগ কাজে না লাগাতে পারলে দর্শক-সমর্থকদের কাছে সেটা আপসোস হয়েই থাকে। যার সর্বশেষ উদাহরণ মালদ্বীপের বিপক্ষে বুধবারের ম্যাচটি। দীর্ঘ সময় কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া মালদ্বীপ ঢাকায় এসে প্রথম খেলায় হারিয়েই দিলো বাংলাদেশ। ক্যাবরেরা দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালে মালদ্বীপ সফরে গিয়ে হেরেছিল। দুই বছর পর আবার হারলো ঘরের মাঠে।

বুধবার বাংলাদেশ বড় ব্যবধানে জিতলেও অবাক হওয়ার কিছু থাকতো না। জিতবে যে গোল করবে কে? বাংলাদেশে নেই একজন দক্ষ ফরোয়ার্ড। সে অভাবটা আবার চোখে আঙ্গুল দিয়েই দেখিয়ে দিলেন ফুটবলাররা। বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর নারী ফুটবলাররা উপহার দিয়েছে দক্ষিণ এশিয়ার সেরা ট্রফি। আর ছেলেরা ভাসালো হতাশায়।

বসুন্ধরা কিংস এরেনায় শুরু থেকেই বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেলেছিল। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের ডি বক্স- সব জায়গাই ছিল বাংলাদেশের রাজত্ব। তবে পোস্টে ঠিকঠাক শট নিতে না পারার এবং লক্ষ্যে রাখতে না পারার খেসারত দিতে হলো ম্যাচ হেরে। ১-০ গোলে হেরে বাংলাদেশ শুরু করলো দুই ম্যাচের সিরিজ। পরের ম্যাচে এই কিংস অ্যারেনায় শনিবার।

১৮ মিনিটে প্রথম সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যায় মালদ্বীপ। গোলটি ধরে রেখেই সফরকারীরা বিরতিতে যায়। দর্শকদের প্রত্যাশা ছিল ভালো খেলতে থাকা বাংলাদেশ ম্যাচে ফিরবে। তবে তাদের সেই প্রত্যাশায় পানি ঢেলে দিলো বাংলাদেশের ফরোয়ার্ডদের মিসগুলো। এভাবে মিস করলে ম্যাচ জেতা যায় না। জিততে হলে একটি সুযোগ পাওয়াই যথেষ্ট হতে পারে সেটা প্রমাণ করেছে দ্বীপ দেশটি।

৬২ মিনিটে মালদ্বীপের ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করে দেন বাংলাদেশের রাকিব। পাল্টা আক্রমণ থেকে বাম দিকে বক্সে ঢুকেন মালদ্বীপের ফরোয়ার্ড। রাকিব দুর্দান্তভাবে বল কেড়ে নিয়ে বাইরে পাঠিয়ে দলকে রক্ষা করেন।

৭৫ মিনিটে সমতায় ফিরতে পারতো বাংলাদেশ। বক্সের বেশ বাইরে থেকে মজিবর রহমান জনির নেওয়া শট রুখে দেন মালদ্বীপের গোলরক্ষক শারিফ হোসেন।

বারবার বাংলাদেশ ভেঙ্গেছে মালদ্বীপের রক্ষণ। কিন্তু সেই পুরনো রোগই পেয়ে বসেছিল বাংলাদেশকে। গোল আর করতে পারেনি। একজন দক্ষ স্টাইকারের অভাবে বাংলাদেশ অন্তত ড্র করা থেকেও বঞ্চিত হলো ঘরের মাঠে। ইনজুরি সময়ে রাকিবের ফ্লিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বাংলাদেশ আরেকটি সুযোগ হাতছাড়া করে।

গত বছর অক্টোবরে অনুষ্ঠিত দুই দলের এর আগের ম্যাচে এই মাঠেই বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। এক বছর পর মালদ্বীপ নিয়েছে সেই হারের প্রতিশোধ।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।