টটেনহ্যামের কাছে হেরে কারাবাও কাপ থেকে বিদায় ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ৩১ অক্টোবর ২০২৪

টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতায় এটি ম্যানসিটির প্রথম হার। অন্যদিকে দুর্দান্ত জয়ে কোর্য়াটার ফাইনালে চলে গেছে টটেনহ্যাম।

বুধবার টটেনহ্যামের মাঠে শুরুতেই গোল হজম করে সিটি। ৫ মিনিটে লিড নেয় টটেনহ্যাম। গোল করেন জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নার।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। এবার গোল করেন পেপে মাতার সার।

ম্যানসিটি নিজেদের একমাত্র গোলটি করে প্রথমার্ধের ইনজুরি সময়ে। ৪৫+৪ মিনিটে ম্যাথিউস নুনেসের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে পেপ গার্দিওলার দল।

দ্বিতীয়ার্ধে আরও গোল না হওয়ায় জয় পায় টটেনহ্যাম।

হারের কষ্টের মধ্যে সিটির ইনজুরির সারি আরও লম্বা হলো বুধবার। আগেই দলের মূল খেলোয়াড়দের অনেকে ইনজুরিতে পড়েছিলেন। গতকাল রাতে নতুন করে ইনজুরিতে পড়েন সাভিনহো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ম্যাচের ৬২ মিনিটে ইনজুরিতে পড়লে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ছেন সাভিনহো। ছবি: সংগৃহীত।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।