ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন, বৃহস্পতিবার ফিরছে চ্যাম্পিয়ন মেয়েরা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪

দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল বৃহস্পতিবার দেশে ফিরছে। দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মনিকা-ঋতুপর্ণারা।

আজ বুধবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। মেয়েদের অবিস্মরণীয় এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২০২২ সালের ফাইনালে এই কাঠমান্ডুতে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল নেপালকে। এবার হারালো ২-১ গোলে। এ নিয়ে নেপাল ৬ বার টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা থেকে বঞ্চিত থাকলো।

আরআই/এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।